Featured Post

How Hajj Packages can Save You Time, Stress, and Money.   You can be needed to show up at a seminar in either Dhaka Bangladesh. ...

সউদী থেকে ফিরেছে ৪০৯ ওমরাযাত্রী



করোনাভাইরাসের কারণে সউদী আরবে আটকে পড়া ৪০৯ ওমরাযাত্রীকে গতকাল মঙ্গলবার দেশে ফিরিয়ে এনেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট। বিকাল ৪টায় তাদের বহনকারী ফ্লাইটটি হজরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানের নির্ভরযোগ্য সূত্র এতথ্য জানিয়েছে। বিমানবন্দরের স্বাস্থ্য ডেক্স সূত্রে জানা গেছে, ওমরাযাত্রীরা নামার পর প্রত্যেকের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। তাদের মধ্যে কোনো স্বাস্থ্যগত সমস্যা না থাকায় সবাইকে নিজ নিজ বাড়িতে কোয়ারান্টাইনে থাকার পরামর্শ দেয়া হয়েছে। 

No comments: